Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
3নং আন্দিকুট ইউনিয়ন পরিষদ
বিস্তারিত

০১। সাধারণের ব্যবহার্য পথ ও জনপথের ব্যবস্থাকরন ও রক্ষণাবেক্ষন।

০২। সাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত ময়দান, বাগান ও খেলার মাঠের ব্যবস্থাকরন ও রক্ষনাবেক্ষন।

০৩। সাধারণের ব্যবহার্য পথ, জনপথ ও স্থানসমূহে আলোর ব্যবস্থাকরন।

০৪। সার্বিকভাবে বৃক্ষরোপন ও বৃক্ষ সংরক্ষণ এবং বিশেষভাবে সাধারণের ব্যবহার্য পথ, জনপথ ও স্থানসমূহে বৃক্ষরোপন ও সংরক্ষণ।

০৫। গোরস্থান ও শশ্নান, সাধারণের সভানুষ্ঠানের স্থান এবং সাধারণের অন্যান্য সম্পত্তি রক্ষাণাবেক্ষন ও ব্যবস্থাপনা।

০৬। ভ্রমণকারীদের থাকার বাসস্থানের বন্দোরবস্থকরন ও তাহা রক্ষাণাবেক্ষন।

০৭। সাধারণের ব্যবহার্য পথ, জনপথ এবং স্থানসমূহে গণ-উপদ্রব প্রতিরোধ ও হ্রাসকরণ।

০৮। ইউনিয়নের পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষার্থে স্থাস্থকর ব্যবস্থার উৎকর্ষ সাধান, তত্তাবধান এবং অন্যান্য ব্যবস্থাদি গ্রহন।

০৯। আবর্জনা সংগ্রহ, অপসারন ও বিনষ্টীকরন এবং জনপথের পরিচ্ছন্তা নিয়ন্ত্রণ।

১০। অপরাধজনক এবং বিপদজনক ব্যবসা নিয়ন্ত্রণ।

১১। পশুর মৃতদেহ বিনষ্টীকরন নিয়ন্ত্রণ।

১২। পশু জবাই নিয়ন্ত্রণ।

১৩।ইউনিয়নে গৃহ ও পুনঃনির্মান নিয়ন্ত্রণ।

১৪।বিপদজনক গৃহ ও অবকাঠামোর নিয়ন্ত্রণ।

১৫। কুপ, টিউবওয়েল, পুকুর, দীঘি এবং পানি সরবরাহের অন্যান্য উৎস নিয়ন্ত্রণ ও রক্ষনাবেক্ষন।

১৬। পানীয় জল সরবরাহের উৎস সমূহ দূষিতকরন হইতে রক্ষার ব্যবস্থা করণ।

১৭। জ়নস্বাস্থের পক্ষে ক্ষতিকর বলিয়া সন্দেহকৃত কুপ ওপুকুর এবং অন্যান্য উৎসের পানি ব্যবহার নিষিদ্ধ করন।

১৮। পানীয় জল সরবরাহের উৎস সমূহ দূষিত করন হইতে রক্ষার ব্যবস্থা করন।

১৯। আবাসিক এলাকায় মাটি খনন, পাথর বা অন্য কিছু খনন করা নিয়ন্ত্রণ।

২০। আবাসিক এলাকায় চামড়া রঙ করা, প্রক্রিয়া জাতকরন নিয়ন্ত্রণ।

২১। আবাসিক এলাকায় ইটের ভাটা এবং আন্যান্য চুলি নির্মান নিষিদ্ধ করন বা নিয়ন্ত্রণ।

২২। গবাদি পশু এবং অন্যান্য পশু বিক্রির সেচ্ছাকৃত নিবন্ধ করন।

২৩। মেলা ও প্রদর্শনীয় ব্যবস্থা করন।

২৪। সাধারনের উৎসবাদি উদযাপন।

২৫। অগ্নিকান্ড, বন্যা, ভয়াবহ ঝড়, ভুমিকম্প বা আন্যান্য প্রাকৃতিক দুর্যোগ ত্রান কার্যের ব্যবস্থাকরন।

২৬। বিধবা, এতিম এবং গরীব ও দুস্থ্য ব্যক্তিদের ত্রানের ব্যবস্থাকরন।

২৭। সসাধারনের ক্রীড়া ও খেলাধূলার প্রসার।

২৮। শিল্প ও সামাজিক উন্নয়নের সমনায় আন্দোলন এবং গ্রামীন শিল্পের প্রসার ও উন্নয়ন।

২৯। খাদ্য উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ গ্রহন।

৩০। পরিবেশ সংরহনের ব্যবস্থাকরন।

৩১। গবাদি পশুর খোয়ারের রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের ব্যবস্থাকরন।

৩২। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাকরন।

৩৩। লাইব্রেরী এবং পড়ার ঘরের ব্যবস্থাকরন।

৩৪। ইউনিয়ন পরিষদের অনুরুপ কার্যে নিয়োজিত সংগঠিন স্মূহের সহিত সহযোগিতা।

৩৫। জেলা প্রশাসনের নির্দেশনার অধীনে শিক্ষার প্রসারে সহযোগিতা।

৩৬। ইউনিয়নের বাসিন্দা অথবা আগন্তকদের কল্যান, সাস্থ, নিরাপত্তা, সুযোগ-সুবিধা প্রসারের জন্য যে কোন প্রকার উদ্যোগ গ্রহন।