কালের স্বাক্ষী বহনকারী তিতাস নদীর শাখার তীরে গড়ে উঠা মুরাদনগরের একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো আন্দিকুট ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ আন্দিকুট ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
১) নাম –৩নংআন্দিকুট ইউনিয়ন পরিষদ।
২) আয়তন – ২৪(বর্গ কিঃ মিঃ)
৩) লোকসংখ্যা – ৩০,৪৯৩ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
৪) ভোটার সংখা- ১৭,২৮০।
৫) পরিবারের সংখা- ৬,০৯০।
৬) গ্রামের সংখ্যা – ১৪ টি।
৭)ওয়ার্ড- ৯টি
৮) মৌজার সংখ্যা – ৮ টি।
(আন্দিকুট, ইসলামপুর, গাঙ্গেরকুট, জাড্ডা , হায়দরাবাদ, হাটবলিবাড়ী , ডালপা , বারশ্বার)
৯) হাট/বাজার সংখ্যা -৮ টি।
১০) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
১১) শিক্ষার হার – ৫৬%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৩টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ২টি,
উচ্চ বিদ্যালয়ঃ৪টি।
কলেজ- ৩টি।
মাদ্রাসা- ৩ টি।
ফোরকানিয়া মাদ্রাসা- ২টি।
এতিমখানা- ২টি।
হাফেজিয়া মাদ্রাসা- ৫টি।
১২) মসজিদ- ৫৫টি।
১৩) মন্দির- ১১টি।
১৪) কবরস্থান- ২৩টি।
১৫) শশ্মান- ৫টি।
১৬) ঈদগাহ- ১৬টি।
১৭) নদী- ১টি।
১৮) খাল- ৩টি।
১৯) ডাকঘর- ৪টি।
২০) পুলিশ ফাড়ি- ১টি।
২১) ভুমি অফিস- ১টি।
২২) স্থাস্থ্য কমপ্লেক্স- ১টি।
২৩) প্রাণীসম্পদ অফিস- ১টি।
২৪) কমিউনিটি ক্লিনিক- ২টি।
২৫) ব্যাংক- ১টি।
২৬)যোগাযোগ ব্যবস্থা- কাচা রাস্থা- ৫০ কিলোমিটার, পাকা রাস্থা- ৪ কিলোমিটার।
২৭)) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব ওমর ফারুক সরকার
২৮)) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
২৯)) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
৩০)) ইউপি ভবন স্থাপন কাল – ৩০/০৪/২০০৪ইং।
৩১)) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ১৪/০৮/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ১৬/০৮/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১৫/০৮/২০১৬ইং
৩২) গ্রাম সমূহের নাম –
হায়দরাবাদ গনিপুর কইশার
সুনারাম্পুর হাটবলিবাড়ী দেওরা
ডালপা ফুলঘর বারশ্বার
আন্দিকুট ইসলামপুর গাঙ্গেরকুট
জাড্ডা জাঙ্গাল
৩৩) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস