Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

১। আলহাজ্ব মো: ইয়াকুব আলী ভূয়া

 

৩নং আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ গ্রাম এর কৃতি সন্তান মো: ইয়াকুব আলী। তিনি মানুষের সুখে দুখে পাশে ছিলেন।  তিনি শিক্ষার উন্নয়নের জন্য অনেক ভূমিকা রেখেছেন। তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেেন এবং অন্যান্য আরো অনেক প্রতিষ্ঠান স্থাপনায় কৃতিত্ব রেখেছেন।

১। হয়দরাবাদ হাজী ইয়কুব আলী উচ্চ বিদ্যালয়।

২। আকুবপুর উচ্চ বিদ্যালয়।

৩। আকুবপুর মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসা

৪। হায়দরাবাদ বাদামতলী বাজার

৫। হয়দরাবাদ কৃষি ব্যাংক

৬। হায়দরাবাদ জনকল্যান সমবায় সমিতি

৭। কড়ুই বাড়ি থেকে হায়দরাবাদ প্রর্যন্ত ৭টা ব্রিজ দিয়ে ৪ কিলোমিটার রাস্তা নির্মাণ করেছেন। যার অর্থায়ন  নিজে বহন করেছেন।

 

 

২। আলহাজ্ব মো: সামছুল হক

৩নং আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ গ্রাম এর কৃতি সন্তান মো: সামছুল হক। তিনি মানুষের সুখে দুখে পাশে ছিলেন।  তিনি ও শিক্ষার উন্নয়নের জন্য অনেক ভূমিকা রেখেছেন। তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন। তাকে গ্রামের লোকেরা শিক্ষার গুরু বলে আঙ্খাহিত করেছেন। বাংলাদেশ সরকার তাকে শিক্ষা অনুরাগি উপদি দিয়েছেন। নিজের টাকায় এবং নিজের সম্পত্তির দিয়ে এক সাথে অনেক শিক্ষ প্রতিষ্ঠান গরেছেন।

১। সামছুল হক কলেজ দিয়েছেন ১৯৮৮সালে।

২। বেগম জাহানারা হক ডিগ্রী কলেজ ১৯৯১ সালে।

৩। বেগম জাহানারা হক বালিকা উচ্চ বিদ্যালয় ১৯৯৩।

৪। মাসুম বিল্লাল মেমোরিয়াল দাখিল মাদ্রাসা ১৯৮৯সালে।

৫। হায়দরাবাদ আইডিয়াল কিন্ডারগার্টেন ১৯৯৫ সালে।

 

৩। সৈয়দ মো: গোলাম জীলানি

৩নং আন্দিকুট ইউনিয়নেরিআন্দিকুট গ্রাম এর কৃতি সন্তান মো: গোলাম জীলানি। তিনি মানুষের সুখে দুখে পিাশে ছিলেন।  তিনি শিক্ষার উন্নয়নের জন্য অনেক ভূমিকা রাখছেন। তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন।

১। সৈয়দ গোলাম জীলানি উচ্চ বিদ্যালয়

 

৪। মো: মোস্তাফা কামাল হৃদয়

৫। মো: নাছির উদ্দিন সরকার