১। আন্দিকোট দেব মন্দির, আন্দিকোট।
শত বছরের কাল পরিক্রমায় আন্দিকোট ইউনিয়নস্থিত আন্দিকোট গ্রামে শ্রীশ্রী দেব স্মৃতি মন্দির রয়েছে। এই মন্দিরে প্রতি বছর শ্রী জন্মদিনে মহাসমারোহে তিন দিনব্যাপী বিভিন্ন কীতন অনুষ্ঠান হয়ে থাকে। এ উপলক্ষে কুমিটল্লা, ব্রাহ্মনবাড়িয়া সিলেট, ঢাকা ও নারায়নগঞ্জ জেলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা এবং ভারত হতে বহু পুন্যার্থীর শুভাগমন ঘটে।
যাতাযাত - মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট থেকে সিএনজি আন্দিকোট গ্রামে শ্রীশ্রী দেব স্মৃতি মন্দির আসা যায়।
ভাড়ার হার- ৬০ -৭০ টাকা। (জনপ্রতি)
২। হায়দরাবাদ সামছুল হক কলেজ
৩। বেগম জাহানারা হক ডিগ্রী কলেজ
৪। মাছুমবিল্লাল মেমোরিয়াল দাখিল মাদ্রাসা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস